কাতারে ভাল বেতনের লোভ দেখিয়ে আনার পর লাপাত্তা: অবশেষে মামলা

Loading...

কাতারে ভাল বেতনে চাকুরি : পিবিআইকে তদন্তের নির্দেশ

কাতারে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, প্রাণে হত্যার হুমকিসহ ভুক্তভোগী পরিবার অভিযোগ বিষয়ে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট-এর ৪নং আমল আদালত এর বিজ্ঞ বিচারক।

আদালতে দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে- বিগত ০৪/০৯/২০২৪ইং, ও ২০/১২/২০২৪ইং পৃথক পৃথক সময়ে সেলিম মিয়া, রুমেল মিয়া ও আলাল মিয়াকে কাতারে উচ্চ বেতনে (৪০,০০০/টাকা) চাকুরী দেওয়ার কথা বলে জন প্রতি ৫ লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা চুক্তি করেন রাজনগর ইটা চা-বাগান এলাকার শরাফত আলী।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

এ কাজে সহযোগীতা ও জামিনদার হিসাবে টাকা গ্রহন করেন বাংলাদেশে অবস্থানরত মারফত আলী (৪৫), আছিয়া উরফে সুফিয়া (৩১), মাহির মিয়া (৫৫) ও নাজমা বেগম (৩৫)। চুক্তি অনুসারে ১৫ লক্ষ টাকার মধ্যে- ১২,৫০,০০০/-টাকা পরিশোধ করেন।

রুমেল মিয়া ও সেলিম মিয়া-কে গত ২৭/১২/২০২৪ইং তারিখে বাংলাদেশ থেকে তাদের ফ্লাইট হওয়ার পর কাতার দোহা হামাদ ইন্টারন্যাশনাল বিমান বন্দর থেকে নিয়ে যাওয়া হয় এবং অজ্ঞাত স্থানে একটি রুমে রাখে। সপ্তাহ অতিবাহিত হলেও তাদের বিষয়ে কোন সমাধান কিংবা ইকামা না দিয়ে শরাফত আলী অন্যত্র চলে যান।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

বর্তমানে সেলিম ও রুমেল পুলিশের ভয়ে কাতারে ফেরারী অবস্থায় অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন পার করছে। অপর দিকে, আলাল মিয়ার মেডিকেল জটিলতার কারণে তার ভিসা বাতিল হয়।

এ বিষয়ে সঠিক কোন সমাধান না পেয়ে মারফত আলী (৪৫), আছিয়া উরফে সুফিয়া (৩১), মাহির মিয়া (৫৫) ও নাজমা বেগম (৩৫)-কে আসামী করে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট-এর ৪নং আমল আদালতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ইং সংশোধনী-২০২৩ইং এর ৩১ (ক) (খ) (ঘ) ও ৩৬ ধারায় মামলা ( নং-৬০/২৫ (রাজ) দায়ের করেন- একই উপজেলার কাশিমপুর গ্রামের ভুক্তভোগী কয়েছ মিয়া।

আরও খবর

অনাবিল সংবাদ

Loading...

Loading