বিমানে ঈদের টিকেট প্রায় শেষ

Loading...

বিমানে ঈদের টিকেট প্রায় শেষ

নানা কারণে আকাশপথে অভ্যন্তরীণ রুটে যাত্রী কমছে। তবে ঈদকে কেন্দ্র করে বিমানের টিকেটের চাহিদা বেড়েছে। সাধারণত ঈদে সড়কপথে ভোগান্তির শেষ থাকে না। সে জন্য অনেকেই ভোগান্তি এড়াতে আকাশপথ বেছে নেন। চাহিদা বাড়ায় দেশীয় একাধিক এয়ারলাইন ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে।

এয়ারলাইন্সগুলো বলছে, ঈদকে কেন্দ্র করে সৈয়দপুর, যশোর এবং ঈদের পরে কক্সবাজার রুটে টিকেটের চাহিদা বেশি। প্রতিটি রুটের ৮০ শতাংশের বেশি টিকেট বিক্রি হয়ে গেছে। তবে এবার টিকেটের চাহিদা গত বছরের চেয়ে বেশি নয়। নানা কারণে আকাশপথে অভ্যন্তরীণ রুটে যাত্রী কমছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

জেট ফুয়েলের দাম বাড়ায় টিকেটের দাম ক্রমেই বাড়ছে। সরকার জেট ফুয়েলের দাম কমালে ফ্লাইটে যাতায়াত আরও জনপ্রিয় হবে। সরকারকে এদিকে নজর দিতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, একদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ভ্যাট- ট্যাক্স বেড়ে যাওয়ায় টিকেটের দাম বেড়ে গেছে। অন্যদিকে, রাস্তা ভালো হওয়া, যমুনা রেল সেতু চালু হওয়ায় মানুষ আকাশপথে আগ্রহ কম দেখাচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ায় বরিশাল রুটে ফ্লাইট বন্ধ করে দিয়েছে কয়েকটি এয়ারলাইন্স।

শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখান থেকে ফ্লাইট চালায়। তাও প্রতিদিন নয়। এ ছাড়া টিকেটের দাম বৃদ্ধিতেও মানুষ নিরুৎসাহিত হচ্ছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

আকাশপথে ভ্রমণকরা একাধিক যাত্রী জানান, আগের চেয়ে আকাশপথে টিকেটের দাম অনেক বেড়েছে। জেট ফুয়েলের দাম বৃদ্ধিতে এবং ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে দেওয়ায় টিকেটের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সে জন্য বাধ্য হয়ে সড়কপথে ভ্রমণ করি। এতে কষ্ট এবং ভোগান্তি হলেও সাশ্রয় হয়।

জানা গেছে, ঈদের ছুটি সামনে রেখে টিকেট চাহিদার শীর্ষে রয়েছে সৈয়দপুর, যশোর ও রাজশাহী। ঈদের পর কক্সবাজারের টিকেটের চাপ বেশি। বাড়তি চাপ সামাল দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৩টি অতিরিক্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া এয়ার অ্যাস্ট্রা সৈয়দপুর রুটে ২টি ও কক্সবাজার রুটে ৩টি ফ্লাইট বাড়িয়েছে। বেসরকারি এয়ারলাইন্সগুলোর মধ্যে ইউএস-বাংলার ফ্লাইট আগে থেকেই বেশি।

Loading...

এখন রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা দেশের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইন্সগুলো দিনে প্রায় সাত হাজার যাত্রী বহন করে।

১৭ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ১৩টি বিশেষ ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালিত হবে। এর মধ্যে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৫ থেকে ৩০ মার্চ ছয়টি, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ২৬ থেকে ৩১ মার্চ ছয়টি এবং ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ২৭ মার্চ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম সময়ের আলোকে বলেন, ‘ঈদে অনেকেই সড়কপথ এড়িয়ে ঝামেলামুক্তভাবে বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে চান। সে জন্য আকাশপথকে বেছে নেন। এ ছাড়া নিয়মিত যাত্রী আছে।

যাত্রীদের চাহিদার ভিত্তিতে এবার বিমানের ১৩টি বিশেষ ফ্লাইট চালু করা হয়েছে। বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট কিনতে পারছেন যাত্রীরা।

Loading...

এখন সাতটি অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছে ইউএস-বাংলা। এবার ঈদে কোনো ফ্লাইট বাড়ায়নি তারা।

এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম সময়ের আলোকে বলেন, আমাদের এমনিতেই ফ্লাইট সংখ্যা বেশি। রমজানের আগ থেকেই সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকেট বিক্রি শুরু হয়েছে। এই রুটে চাহিদা বেশি থাকে।

নতুন যমুনা রেল সেতু চালু হয়েছে, রাস্তাঘাট উন্নয়ন হয়েছে ও রংপুরে ৪ লেন রাস্তা চালু হয়েছে। রাস্তায় চলাচলে ঝামেলা কমলে মানুষ সড়কপথেই যেতে অগ্রাধিকার দেয়। কারণ এখানে খরচও কম। মাওয়া-ভাঙ্গা পদ্মা সেতু চালু হওয়ার কারণে ঢাকা-বরিশাল রুটে বিমান চলাচল একপ্রকার বন্ধই হয়ে গেছে বলা চলে।

তিনি বলেন, রোজার সারা মাস বন্ধ, তাই পরিবারের অনেকেই আগেভাগে চলে গেছে। এবার ঈদের ছুটিও লম্বা। এসব মিলিয়ে চাপটা বেশি হয়নি। ২৭-২৮-২৯ রোজার টিকেট শেষের দিকে। ঈদের পরে ৪ ও ৫ তারিখের টিকেটের চাহিদা বেশি। ঈদের দিন থেকে কক্সবাজারে চাহিদা বেশি। আজকালের মধ্যে সব ফ্লাইটের টিকেট বিক্রি শেষ হবে বলে আশা করা হচ্ছে।

ইউএস-বাংলা ৯টি দেশের ১১টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে। ঈদের ছুটিতে এসব রুটে পর্যটকদের টিকেট চাহিদা কেমন জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, ‘স্বাভাবিক সময়ের মতোই আন্তর্জাতিক গন্তব্যে টিকেট বিক্রি হচ্ছে। তবে ভারতে পর্যটন ভিসা বন্ধ থাকায় থাইল্যান্ড এবং মালদ্বীপে পর্যটক বেশি ভ্রমণ করছেন। আসন্ন ঈদ উপলক্ষে এ চাপ দেখা যাচ্ছে।’

এবার ঈদে নভোএয়ারেরও সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকেটের চাহিদা বেশি বলে জানিয়েছেন নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম।

Loading...

তিনি বলেন, প্রতি বছরই ঈদে আকাশপথে ঘরমুখো যাত্রীর চাহিদা বাড়ে। আশা করি, আজকালের মধ্যে ঈদের সব টিকেট বিক্রি শেষ হবে।

এয়ার অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) সাকিব হাসান শুভ সময়ের আলোকে বলেন, ঈদ যাত্রীদের কথা চিন্তা করে ঈদের আগে সৈয়দপুর রুটে ২টি বিশেষ ফ্লাইট এবং ঈদের পরে কক্সবাজার রুটে ৩টি বিশেষ ফ্লাইট চালানো হবে। ঈদের আগের সব রুটের ৮০ শতাংশের বেশি টিকেট বিক্রি হয়ে গেছে। কক্সবাজার রুটে ঈদের পরে ৯০ শতাংশ টিকেট শেষ, চট্টগ্রাম রুটে ঈদের আগে ও পরে ৭০ শতাংশ টিকেট শেষ।

তিনি বলেন, এবার যাত্রী গত বছরের মতোই। ওভার অল গত বছরের চেয়ে এ বছর অভ্যন্তরীণ রুটে যাত্রী কমেছে, এর কিছুটা প্রভাব ঈদেও পড়েছে।

আরও খবর

shomoyer alo

Loading...

Loading