ফরিদপুরে এক মাস আগে বিয়ে করা প্রবাসী নিজ বাড়িতে খুন

Loading...

ফরিদপুরে এক মাস আগে বিয়ে করা প্রবাসী নিজ বাড়িতে খুন

ফরিদপুরের নগরকান্দায় বিয়ের এক মাসের মাথায় নিজ বাড়িতে খুন হয়েছেন এক মালয়েশিয়া প্রবাসী।

শুক্রবার রাত ২টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণকোণা গ্রামে এ ঘটনা ঘটে বলে নগরকান্দা থানার ওসি মো. সফর আলী জানান।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

নিহত জামাল শেখ (৫৫) ওই গ্রামের মৃত হাতেম শেখের ছেলে।
স্থানীয়রা জানান, জামালই ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। তার বাবা হাতেম শেখ পুলিশ কনস্টেবল পদে চাকরি করতেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন। ওই সময় জামাল মায়ের পেটে ছিলেন।

এলাকাবাসী আরো জানান, জামাল দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিনি দেড় মাস আগে দেশে আসেন। ২৮ দিন আগে তিনি পাশের সদরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকার সাজেদা বেগমকে (২৯) বিয়ে করেন।

শুক্রবার রাতে বাড়িতে তারা স্বামী-স্ত্রীই ছিলেন জানিয়ে সাজেদা বেগম বলেন, রাত ২টার দিকে হঠাৎ দরজা ভাঙার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তখন তারা ঘরের মধ্যে দুইজন ব্যক্তিকে দেখতে পান।
সাজেদা বেগম বলেন, “তাদের একজনকে আমার স্বামী চিনে ফেলেন। তাকে চিনে ফেলায় ওই ব্যক্তি শাবল দিয়ে স্বামীকে আঘাত করে পালিয়ে যান।”

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সকালে আহত জামাল শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের চাচা খালেক শেখ বলেন, “জামালের মা বাড়িতে ছিলেন না। জামালদের ঘর ও আমার ঘরে মধ্যে দূরত্ব বেশি না হলেও সকালে তাকে হাসপাতালে নেওয়ার সময় বিষয়টি আমি জানতে পারি।”

এ প্রসঙ্গে নগরকান্দা থানার ওসি মো. সফর আলী বলেন, “এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। চুরির বিষয়সহ বিভিন্ন দিক বিবেচনায় রেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Loading...

সরকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল ঘটনস্থল পরিদর্শন করেছেন।

আরও খবর

bdnews24.com

Loading...

Loading