হোয়াটসঅ্যাপে স্টোরেজ খালি করবেন যেভাবে
Loading...

হোয়াটসঅ্যাপে স্টোরেজ খালি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে অপ্রয়োজনীয় ফাইলসমূহ ডিলিট করার মাধ্যমে সহজেই খালি করা যেতে পারে স্টোরেজ।
ডিজিটাল মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপগুলোর একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ।
বিশ্বজুড়ে ৩০০ কোটি মানুষ তাঁদের দৈনন্দিন যোগাযোগে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকেন। টেক্সট, ছবি ও ভিডিও মেসেজ আদানপ্রদান ছাড়াও অডিও ও ভিডিও কলে কথা বলার সুযোগ আছে তাৎক্ষণিক বার্তা আদানপ্রদানের এই প্ল্যাটফর্মটিতে।
প্রায়শই দেখা যায়, অ্যাপটিতে ছবি ও ভিডিও ফাইল শেয়ার করার কারণে ডিভাইসের স্টোরেজের একটা বড় অংশই দখল করে নেয় হোয়াটসঅ্যাপে পাঠানো বড় আকারের ফাইলগুলো। তবে এই সমস্যা থেকে উত্তরণের উপায় কিন্তু আছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
হোয়াটসঅ্যাপে শেয়ার করা ফাইলগুলোর মধ্যে জরুরী নয় এমন ফাইলগুলো ডিলিট করার মাধ্যমে খুব সহজেই খালি করা যেতে পারে স্টোরেজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খালি করা যায় হোয়াটসঅ্যাপ স্টোরেজ।
হোয়াটসঅ্যাপে ফাইল ডিলিটের মাধ্যমে স্টোরেজ খালি করার উপায়
স্টোরেজ খালি করার জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করে প্রথমে স্ক্রিনের ওপরে ডান দিকে কোনায় থাকা থ্রি ডটসে (⋮) ট্যাপ করে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। এবারে স্ক্রিনে নিচের দিকে ‘স্টোরেজ এন্ড ডেটা’ অপশনটিতে ট্যাপ করে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে যেতে হবে।
ম্যানেজ স্টোরেজ’ সেকশনে গেলেই দেখা যাবে ডিভাইসের কতটা জায়গা দখল করে আছে হোয়াটসঅ্যাপে শেয়ার করা ফাইলসমূহ। পাশাপাশি এও দেখা যাবে, অন্যান্য অ্যাপগুলো কতটা জায়গা নিয়ে আছে এবং কতটা স্টোরেজ এখনও অব্যবহৃত আছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
‘ম্যানেজ স্টোরেজ’ সেকশনে গেলেই দেখা যাবে ডিভাইসের কতটা জায়গা দখল করে আছে হোয়াটসঅ্যাপে শেয়ার করা ফাইলসমূহ। পাশাপাশি এও দেখা যাবে, অন্যান্য অ্যাপগুলো কতটা জায়গা নিয়ে আছে এবং কতটা স্টোরেজ এখনও অব্যবহৃত আছে।
‘ম্যানেজ স্টোরেজ’ সেকশনের মধ্যেই আছে ‘রিভিউ এন্ড ডিলিট আইটেমস’ নামের একটি সাব-সেকশন, যেখানে দেখা যাবে ফরওয়ার্ড হয়ে আসা বিভিন্ন মেসেজ এবং ৫এমবি’র চেয়েও বড় সাইজের ফাইলগুলো। এবারে এগুলো থেকে প্রয়োজন নেই এমন মেসেজ ও বড় আকারের ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলেই খালি হয়ে যাবে ডিভাইসের স্টোরেজ।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে ফরওয়ার্ড হয়ে আসা মেসেজসমূহের একটি বড় অংশই দেখা যায় আমাদের জন্য অপ্রয়োজনীয়, বা এগুলোর প্রয়োজনীয়তা কয়েক দিনের মধ্যেই ফুরিয়ে। তাই এমন মেসেজগুলোকে আমরা কিছুদিন পর পর ডিলিট করে দিতে পারি। এভাবে করে ডিভাইসের স্টোরেজও ফাঁকা থাকবে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
হোয়াইটসঅ্যাপে স্টোরেজ ফাঁকা রাখার আরেকটি কার্যকর উপায় হচ্ছে মেসেজ ডিজঅ্যাপিয়ার অপশনটি ব্যবহার করা। এর মাধ্যমে নির্দিষ্ট চ্যাট বা গ্রুপ চ্যাটে আসা মেসেজসমূহ (টেক্সট, ইমেজ, অডিও ও ভিডিও) একটি নির্দিস্ট সময় পর পর ডিজঅ্যাপিয়ার বা অদৃশ্য হতে থাকবে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর এগুলো ডিলিট হয়ে যাবে।
আরও খবর
Loading...
