‘আমি প্রবাসী’ অ্যাপে মেলে যেসব সেবা
Loading...

‘আমি প্রবাসী’ অ্যাপে মেলে যেসব সেবা
কাজের সন্ধানে বিদেশ যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য রয়েছে ‘আমি প্রবাসী’ অ্যাপ। অ্যাপটি ব্যবহার করে প্রবাসীরা নানা সুবিধা নিতে পারেন। তবে অ্যাপটি ব্যবহারে আগে অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাপটির ব্যবহার, অ্যাকাউন্ট খেলা সম্পর্কে জেনে নেওয়া যাক।
অ্যাপটি যেভাবে ব্যবহার করবেন :
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
১. অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন। অ্যানড্রয়েড Google Play Store-এ গিয়ে ‘আমি প্রবাসী’ লিখে সার্চ করে ইনস্টল করা।
২. রেজিস্ট্রেশন/লগইন করা : প্রথমবার অ্যাপ চালু করলে আপনার নাম, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর ও কর্মস্থলের দেশ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে OTP ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট সক্রিয় হবে।
অ্যাপটি থেকে যেসব সেবা মিলবে :
১. ভিসা যাচাই
২. নিবন্ধন : প্রথমবার বিদেশ যাওয়ার সময় BMET (বিএমইটি) নিবন্ধন নিশ্চিত করা যাবে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
৩. সহায়তার আবেদন : সমস্যায় পড়লে সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ বা সহায়তার অনুরোধ পাঠানো যাবে।
৪. নিকটস্থ দূতাবাস/কনস্যুলেট খোঁজা : বিদেশে থাকাকালীন দূতাবাস বা কনস্যুলেটের অবস্থান ও ফোন নম্বর পাওয়া যাবে।
৪. ফিরে আসা প্রবাসীদের জন্য প্রশিক্ষণ ও পুনর্বাসন তথ্য
৫. জিজ্ঞাসা ও পরামর্শ সেবা : প্রবাসীদের সাধারণ প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
এ ছাড়া ডিজিটাল স্মার্ট কার্ড/বিএমইটি কার্ডের তথ্য দেখা, দালাল/প্রতারকদের তথ্য জানানো এবং ভাষাভিত্তিক সহায়তা (বাংলা, ইংরেজি, আরবি) নেওয়া যায়।
আরও খবর
Loading...
