কাতারের আশ্বাসে বিশ্বাস নারী ক্রীড়াবিদদের

Loading...

কাতারের আশ্বাসে বিশ্বাস নারী ক্রীড়াবিদদের

কাতার ফাউন্ডেশনের আশ্বাসে বিশ্বাস রাখছেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে কাতার ঘুরে আসা চার নারী ক্রীড়াবিদ। সফর শেষে শুক্রবার ভোর রাতে ঢাকায় ফিরেছেন দুই ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং দুই ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।

নিজেদের কাতার সফরের অভিজ্ঞতা জানাতে গিয়ে কাতার ফাউন্ডেশনের সিইও’র কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিশ্রুতির কথা বলেছেন তারা। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আহ্বানে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তারা।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

মঙ্গলবার দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের নারী খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন কাতার ফাউন্ডেশনের সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি।

কাতারের বর্তমান আমিরের বোন শেখ হিন্দ বেশ কিছু সময় আলাদা করে চার ক্রীড়াবিদের সঙ্গে একান্তে কথাও বলেন। শেখ হিন্দের কাছে বাংলাদেশে নারীদের খেলাধুলা সম্পর্কে ধারণা দেন তারা। পাশাপাশি তাদের স্বপ্ন ও চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন। বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের জন্য একটি উন্নতমানের ডরমেটরি করে দেওয়ার আশ্বাস দেন শেখ হিন্দ।

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার কাতার সফরের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘ক্রিকেট ফুটবল বাদে অন্য খেলাগুলো অতটা সুযোগ-সুবিধা পায় না। আমরা এটা কাতার ফাউন্ডেশনের শীর্ষ কর্তাদের বলেছি। ওনারা আশ্বাস দিয়েছেন আমাদের পাশে থাকার।’

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে কাতারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হওয়ার সুযোগ পাওয়া আরেক ফুটবলার রিপা বলেন, ‘আমরা ২০২২ বিশ্বকাপের দুটি ভেন্যু ঘুরে দেখেছি। এডুকেশন সিটি স্টেডিয়ামটিকে বিশ্বকাপের পর শুধুমাত্র নারী ফুটবলারদের জন্য বরাদ্দ করা হয়েছে। এছাড়া বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে গিয়ে হতবাক হয়ে গিয়েছিলাম।

এত এত সুযোগ-সুবিধা দেখে বারবার মনে হয়েছে, যদি এখানে খেলতে পারতাম।’ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্য সুমাইয়া আক্তার বলেন, ‘কাতারে ক্রিকেট সেভাবে প্রচলিত নয়। আমরা কাতার ফাউন্ডেশনের সিইওকে অনুরোধ করেছি নারী ক্রিকেটের চর্চা শুরু করতে।

পাশাপাশি এসপায়ার অ্যাকাডেমির সুযোগ-সুবিধা ব্যবহারের অনুরোধ জানিয়েছি।’ আরেক ক্রিকেটার শারমিন সুলতানা বলেন, ‘কাতার ফাউন্ডেশনের সিইও শেখ হিন্দের কাছে মেডিকেল সাপোর্ট চেয়েছি। কাতারে ইনজুরি রিহ্যাব আছে। এছাড়া আরও অনেক ক্ষেত্রে কাতার সহযোগিতা করবে।’

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে প্রথম ক্রীড়াবিদরা সফরসঙ্গী হওয়ার সুযোগ পাওয়াকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। প্রথম কোনো সফরে ক্রীড়াকে গুরুত্ব দিয়ে আলোচনা হওয়ার কথা জানান তিনি এবং কাতার ফাউন্ডেশনের সঙ্গে অর্থবহ আলোচনা হয়েছে বলে জানান, যার ফল ভবিষ্যতে মিলবে বলে দাবি করেন তিনি।

আরও খবর

দেশ রূপান্তর

Loading...

Loading