বিমানের কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
Loading...

বিমানের কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
নেপালে ব্যাপক বিক্ষোভের কারণে নিরাপত্তাজনিত কারণে ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নেপালে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত ও নেপাল সরকারের ফ্লাইট পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিমানের মঙ্গলবারের ঢাকা–কাঠমান্ডুগামী ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বুধবার ঢাকা–কাঠমান্ডু রুটের ফ্লাইটটি দুপুর ২টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
গত শুক্রবার বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বন্ধ করে দেয় নেপাল সরকার। এর প্রতিক্রিয়ায় সোমবার ব্যাপক বিক্ষোভ শুরু হয় দেশটিতে। পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায়।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস, জলকামান ও গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সহিংস এ বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ৪০০-এর অধিক।
ব্যাপক বিক্ষোভের মুখে মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি। এছাড়াও বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতে হামলা চালায়। হামলা ও ভাঙচুর চালানো হয় নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে।
চলমান এ পরিস্থিতিতে নেপালে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ স্থানে অবস্থান করার অনুরোধ জানিয়েছে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস।
Loading...
এক বিজ্ঞপ্তিতে দূতাবাস বলে, বর্তমানে নেপালে অবস্থান করা বা আটকে থাকা সব বাংলাদেশি নাগরিককে নিজ নিজ স্থান বা হোটেলের বাইরে অযথা না যাওয়ার এবং অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এছাড়া নেপালে আসতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালের ফ্লাইট গ্রহণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
Loading...
