কাতারের মধ্যস্থতায় তালেবানের কাছ থেকে মুক্তি পেলেন মার্কিন নাগরিক
Loading...

কাতারের মধ্যস্থতায় তালেবানের কাছ থেকে মুক্তি পেলেন মার্কিন নাগরিক
কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার একজন মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মার্কিন এই নাগরিকের মুক্তি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
আমির আমিরি নামের ওই মার্কিন নাগরিককে গত বছর আফগানিস্তানে আটক করা হয়েছিল। কূটনৈতিক উৎসের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের তত্ত্বাবধানে একটি ব্যক্তিগত বিমানে করে আমিরিকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে আমিরি এখন নিরাপদে তার পরিবারের সাথে রয়েছেন। তবে তালেবান কর্তৃপক্ষ এখনো এই মুক্তি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
গত আগস্ট মাসে আফগানিস্তানে আমিরিকে আটকের বিষয়টি সর্বপ্রথম গণমাধ্যমের নজরে আসে। আমিরিকে আটকের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
আরও পড়ুন
Loading...






