শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে গুগলের জেমিনি প্রো

Loading...

গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্ম জেমিনি প্রো এক বছরের জন্য শিক্ষার্থীদের বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দিয়েছে।

এই উদ্যোগের আওতায় বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের শিক্ষার্থীরা গবেষণা, অ্যাসাইনমেন্ট, কোডিং, প্রতিবেদন তৈরি ও ভিডিও প্রজেক্টসহ নানা শিক্ষামূলক কাজে এআইয়ের সহায়তা নিতে পারবেন। সুযোগটি চলতি বছরের ৯ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য থাকবে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

যোগ্যতা

এই সুবিধা পেতে শিক্ষার্থীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং দেশের যেকোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থাকতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল ই-মেইল আইডি ব্যবহার করে গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে। যাচাইপ্রক্রিয়া সম্পন্ন হলে তারা বিনা মূল্যে জেমিনি প্রো ব্যবহার করতে পারবেন।

সুবিধাসমূহ

  • জেমিনি ২.৫ প্রো মডেল ও ডিপ রিসার্চ ফিচার ব্যবহারের সুযোগ।
  • অডিও-সংক্রান্ত এআই টুলস ও উন্নত ভয়েস বিশ্লেষণ সুবিধা।
  • দুই টেরাবাইট অনলাইন স্টোরেজ স্পেস।
  • ছবি থেকে ভিডিও তৈরি ও সম্পাদনা করার সুযোগ।
  • স্মার্ট নোট টেকিং, রিসার্চ সহায়তা ও কনটেন্ট জেনারেশন টুলস।
  • উন্নত এআই চ্যাট ও সহায়ক ফিচার ব্যবহারের সুযোগ।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

আবেদন প্রক্রিয়া

শিক্ষার্থীদের প্রথমে গুগলের স্টুডেন্ট পেজে গিয়ে ‘Sign Up’ অপশন নির্বাচন করতে হবে। এরপর দেশ হিসেবে বাংলাদেশ নির্বাচন করে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও স্টুডেন্ট ই-মেইল ব্যবহার করে যাচাই সম্পন্ন করতে হবে।

প্রয়োজনে পরিচয়পত্র বা প্রমাণপত্র আপলোডের পর ট্রায়াল সাবস্ক্রিপশন চালু হবে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন বিনা মূল্যে উন্নতমানের এআই টুল ব্যবহার করে তাদের শিক্ষা ও গবেষণার মান আরও এগিয়ে নিতে পারবেন।

আরো পড়ুন

Loading...

Loading