বিমান ভ্রমণে যে ৮টি কাজ কখনো করবেন না
Loading...

বিমান ভ্রমণে যে ৮টি কাজ কখনো করবেন না
বিমান ভ্রমণ নিঃসন্দেহে রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু যত আকর্ষণীয়ই হোক, অনেক সময় আকাশযাত্রা গন্তব্যের চেয়ে বেশি ক্লান্তিকর হয়ে ওঠে। তবুও শিষ্টাচার বজায় রাখা ভ্রমণের অপরিহার্য অংশ।
বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ফ্লাইট অ্যাটেনডেন্টরা জানিয়েছেন—বিমানে ভ্রমণের সময় কিছু আচরণ সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
১. ফ্লাইট অ্যাটেনডেন্টকে স্পর্শ করবেন না
অভিজ্ঞ ফ্লাইট অ্যাটেনডেন্ট আইডেন বলেন, “যেকোনো পরিস্থিতিতেই আমাদের স্পর্শ করবেন না। আমরা কেবিনে কাজ করতে করতে যাত্রীদের কথা শুনতে পাই—শুধু ডাকলেই আমরা সাড়া দিই।” মনে রাখবেন, অপরিচিত কাউকে স্পর্শ করা কখনোই শোভন আচরণ নয়।
২. বোর্ডিংয়ের পরপরই টয়লেটে যাবেন না
বিমানে ওঠার পরপরই টয়লেটে গেলে বোর্ডিং প্রক্রিয়া ব্যাহত হয়। আইডেন বলেন, “টার্মিনালে থাকাকালীনই টয়লেট ব্যবহার করা যেত। বোর্ডিংয়ের সময় আমরা ব্যস্ত থাকি লাগেজ, সেফটি মনিটরিং ও যোগাযোগের কাজে।”
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
৩. হাত-পা আইলে ছড়িয়ে রাখবেন না
সিটে বসে একটু নড়াচড়া করা স্বাভাবিক, কিন্তু হাত বা পা আইলে ছড়িয়ে রাখা বিপজ্জনক। এটি শুধু ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাজ ব্যাহত করে না, দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে।
৪. ল্যান্ডিংয়ের পর দৌড়ে সামনে যাবেন না
গেট পৌঁছানোর পরপরই দাঁড়িয়ে পড়া বা দৌড়ে সামনে যাওয়া অন্য যাত্রীদের প্রতি অসম্মানজনক আচরণ। আইডেন বলেন, “ধৈর্য ধরুন—আপনার পালা এলেই নামবেন।”
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
৫. ক্রুর নির্দেশ নিয়ে তর্ক করবেন না
ফ্লাইট ক্রুর নির্দেশ মানা সবার দায়িত্ব। আইডেন জানান, “আমরা সপ্তাহব্যাপী কঠোর প্রশিক্ষণ নিই—দরজা খোলা, সিপিআর, শিশুজন্মে সহায়তা, আগুন নেভানো পর্যন্ত শেখানো হয়। আমরা শুধু পানীয় পরিবেশন করি না।”
৬. অন্য যাত্রীর আর্মরেস্টে পা তুলবেন না
এয়ার ট্রাভেল বিশেষজ্ঞ জেনি ড্রাইজেন বলেন, “সামনের আর্মরেস্টের ফাঁক দিয়ে পায়ের আঙুল দেখা একেবারেই অগ্রহণযোগ্য। বিমানের ভেতরে ব্যক্তিগত পরিসর সবারই সমানভাবে সম্মান করা উচিত।”
৭. খালি পায়ে থাকবেন না
বিমানের ফ্লোর অনেক বেশি জীবাণুযুক্ত হতে পারে। ড্রাইজেন পরামর্শ দেন, “জুতা ও মোজা পরে থাকুন—এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি শালীনও।”
Loading...
৮. সিট রিক্লাইন করার আগে খেয়াল রাখুন
সিট রিক্লাইন করা স্বাভাবিক, তবে ধীরে করুন। পেছনের যাত্রীর খাবার, ল্যাপটপ বা ব্যক্তিগত জিনিস আছে কিনা আগে দেখে নিন, প্রয়োজনে একবার জানিয়ে দিন।
বিমান ভ্রমণকে সবার জন্য আরামদায়ক ও নিরাপদ রাখতে এই কয়েকটি শিষ্টাচার মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভদ্রতা শুধু অন্যদের স্বাচ্ছন্দ্যই নয়, আপনার নিজের ভ্রমণ অভিজ্ঞতাকেও আরও আনন্দদায়ক করে তুলবে।
আরো পড়ুন
Loading...






