হোয়াটসঅ্যাপে নিরাপত্তা জোরদারে আসছে ‘স্ট্রিক্ট সেটিংস’

Loading...

হোয়াটসঅ্যাপে নিরাপত্তা জোরদারে আসছে ‘স্ট্রিক্ট সেটিংস’

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সাইবার আক্রমণ থেকে আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে নতুন নিরাপত্তা ফিচার চালুর পরিকল্পনা করছে। ফিচারটির নাম রাখা হয়েছে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’। এ মোড চালু করলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে।

প্রযুক্তি বিষয়ক ফিচার ট্র্যাকার ওয়াবেটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েডের সর্বশেষ বেটা সংস্করণে ইতিমধ্যেই ফিচারটি দেখা গেছে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকায় সাধারণ ব্যবহারকারীরা এখনই ফিচারটি ব্যবহার করতে পারবেন না।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ব্যবহারকারী সাইবার হামলা বা লক্ষ্যভিত্তিক হ্যাকিংয়ের ঝুঁকিতে আছেন, তাদের জন্য এই ফিচার বিশেষভাবে উপকারী হবে। একবার ‘স্ট্রিক্ট মোড’ সক্রিয় করলে আলাদাভাবে বিভিন্ন প্রাইভেসি সেটিংস পরিবর্তন করার প্রয়োজন হবে না। একটি টগলেই পুরো অ্যাকাউন্টে নিরাপত্তা জোরদার হবে।

এই ফিচারে অপরিচিত নম্বর থেকে আসা ছবি, ভিডিও বা ডকুমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না। ফলে ভাইরাস, ম্যালওয়্যার বা সন্দেহজনক লিংক ছড়ানোর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। এ ধরনের নম্বর থেকে ব্যবহারকারীরা শুধু টেক্সট মেসেজই পাবেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

এছাড়া নতুন মোডে ‘লিংক প্রিভিউ’ বন্ধ থাকবে। সাধারণত কোনো লিংকে ক্লিক না করলেও হোয়াটসঅ্যাপ সেই ওয়েবসাইটের তথ্য সংগ্রহ করে প্রিভিউ তৈরি করে, যা ব্যবহারকারীর আইপি ঠিকানা ফাঁসের ঝুঁকি তৈরি করে। নতুন নিরাপত্তা মোডে এই প্রিভিউ ফিচার স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকবে।

ফিচারটিতে অপরিচিত নম্বরের কল স্বয়ংক্রিয়ভাবে নীরব রাখা, গ্রুপে সদস্য যুক্ত করার অনুমতি সীমিত রাখা এবং শুধুমাত্র পরিচিত কন্টাক্টদের আমন্ত্রণ পাঠানোর সুযোগ থাকবে। পাশাপাশি প্রোফাইল ছবি, স্ট্যাটাস ও লাস্ট সিন শুধুমাত্র পরিচিতদের জন্য দৃশ্যমান থাকবে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

সবশেষে, টু-স্টেপ ভেরিফিকেশন স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংসে বাধ্যতামূলক থাকবে। এতে অ্যাকাউন্টে প্রবেশের জন্য অতিরিক্ত একটি পিন ব্যবহার করতে হবে, যা হ্যাকিং বা অ্যাকাউন্ট চুরির ঝুঁকি অনেকাংশে কমাবে।

নতুন এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আরো পড়ুন

Loading...

Loading