আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের তথ্য ফাঁস

Loading...

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের তথ্য ফাঁস

আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আসতে এখনও এক বছরের বেশি সময় বাকি থাকলেও ইতোমধ্যেই ফাঁস হয়েছে এর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। প্রযুক্তিবিশ্লেষকদের দাবি, অ্যাপলের পরবর্তী এই প্রো সিরিজে দেখা যাবে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন, যা প্রতিষ্ঠানটির স্মার্টফোন লাইনআপে বড় ধরনের অগ্রগতি আনবে।

ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, আইফোন ১৮ প্রোর ডিজাইন অনেকটা আগের আইফোন ১৭ প্রোর মতোই থাকবে। তবে কিছু সূক্ষ্ম পরিবর্তন আসছে, যেমন আংশিক স্বচ্ছ ম্যাগসেফ ব্যাক, আরও সরু ডায়নামিক আইল্যান্ড এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত আন্ডার-ডিসপ্লে ফেস আইডি প্রযুক্তি।

বিশেষজ্ঞদের মতে, সম্পূর্ণ নচ-ফ্রি বা পিনহোল ডিজাইন অ্যাপল ২০২৬ সালের পর বাজারে আনতে পারে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ডিভাইসের ভেতরের প্রযুক্তিতে এবার বড় একটি আপডেট আনছে অ্যাপল। নতুন আইফোন ১৮ প্রোতে থাকবে এ-২০ প্রো চিপ, যা টিএসএমসির উন্নত ৩ ন্যানোমিটার প্রযুক্তি ও অত্যাধুনিক CoWoS প্যাকেজিং ব্যবহার করে তৈরি করা হবে। এ চিপ মূলত শক্তি সাশ্রয় ও অন-ডিভাইস এআই পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি দেবে।

এর সঙ্গে থাকবে অ্যাপলের নিজস্ব সি-২ মডেম, যা দ্রুততর ডাউনলোড স্পিড এবং কোয়ালকমের ওপর নির্ভরতা কমাবে।

সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ক্যামেরায়। ধারণা করা হচ্ছে, সনির পরিবর্তে অ্যাপল ব্যবহার করবে স্যামসাংয়ের তৈরি নতুন তিন স্তরবিশিষ্ট সেন্সর, যা কম নয়েজ, দ্রুততর রিডআউট এবং উন্নত ডাইনামিক রেঞ্জ দেবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

পাশাপাশি অ্যাপল পরীক্ষা করছে ডিএসএলআর-স্টাইলের ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম, যার ফলে প্রথমবারের মতো আইফোনের মূল ক্যামেরায় ম্যানুয়াল লাইট কন্ট্রোল যুক্ত হতে পারে।

এ ছাড়া নতুন আইফোনে থাকতে পারে উন্নত স্যাটেলাইট সংযোগ সুবিধা, যা ভবিষ্যতে সেল টাওয়ার ছাড়াই ৫জি ইন্টারনেট ব্যবহারের পথ খুলে দিতে পারে। ক্যামেরা কন্ট্রোল বাটনেও পরিবর্তন দেখা যেতে পারে—ধারণা করা হচ্ছে, ক্যাপাসিটিভ টাচের বদলে ব্যবহার করা হতে পারে প্রেসার-সেনসিটিভ বাটন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

পণ্য উন্মোচনের সূচিতেও বড় পরিবর্তন আনতে পারে অ্যাপল। ফাঁস হওয়া তথ্যে বলা হচ্ছে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে একসঙ্গে বাজারে আসতে পারে আইফোন ১৮ প্রো সিরিজ এবং বহু প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন। অন্যদিকে, আইফোন ১৮ ও ১৮-ই মডেল উন্মোচিত হতে পারে ২০২৭ সালের মার্চে।

প্রযুক্তি মহলে ধারণা করা হচ্ছে, এসব আপগ্রেড বাস্তবায়িত হলে আইফোন ১৮ প্রো সিরিজ হবে অ্যাপলের তৈরি সবচেয়ে শক্তিশালী ও আধুনিক স্মার্টফোন লাইনআপের একটি।

আরো পড়ুন

Loading...

Loading