এক বছরে কাতারে ১৫ হাজার টনের বেশি মাছ উৎপাদন
কাতারে ২০২০ সালে মোট ১৫,০৮৭ টন মাছ উৎপাদন হয়েছে। তাজা মাছ উৎপাদনের দিক থেকে কাতার ৬৬.৭ শতাংশ স্বনির্ভরতা অর্জন করেছে। খুব শিগগিরই কাতার পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
২০২০ সালে সব মিলিয়ে স্থানীয়ভাবে ১৯৩ মিলিয়নেরও বেশি মূল্যের মাছ উৎপাদন হয়েছে।
স্থানীয়ভাবে উৎপাদিত মাছের প্রজাতির মধ্যে রয়েছে শাহরি, কিংফিশ, সাফি, হামুর এবং জাশ। এই মোট উৎপাদনের ২০ শতাংশ ছিলো শাহরি মাছ। যা সংখ্যায় ৩ হাজার ৮৭ টন হয়েছিলো।
কাতারে মাছের মোট উৎপাদনের ১৭ শতাংশ ছিলো কিংফিশ। যা ছিল ২ হাজার ৫০৬ টন। এছাড়া সাফি ও হামুর মাছ মোট উৎপাদনের ৬ শতাংশ ছিলো। এই দু ধরণের মাছ উৎপাদন করা হয়েছে ৯২৮ টন ও ৮৬৩ টন।
কাতারে দিনদিন খাদ্য ও মৎস্য উৎপাদনে আরও স্বনির্ভর হতে চলেছে। যাতে এসবের বেলায় অন্য কোনো দেশের উপর আর নির্ভরশীল হতে না হয়।
গত বছরের মার্চ এবং এপ্রিলে যথাক্রমে ১ হাজার ৭৪১ টন ও ১ হাজার ৭১৪ টন মাছ ধরা হয়েছিল। এটি ছিলো পুরো বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে শিকার। সেপ্টেম্বর ও আগস্ট মাসে সর্বনিম্ন ৮৪৬ টন এবং ৯৫১ টন মাছ শিকার হয়েছিলো।
কাতারের স্থানীয় বাজারে এসব মাছের চাহিদা দিনদিন বাড়ছে। ফলে মৎস্য খাতে অনেকে এখন আগ্রহী হয়ে উঠছেন।
