সৌদি ও কাতারের মধ্যে চালু হচ্ছে উচ্চ-গতির বৈদ্যুতিক ট্রেন চলাচল

Loading...

সৌদি ও কাতারের মধ্যে চালু হচ্ছে ট্রেন চলাচল

ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার নিয়ে সোমবার রিয়াদের আল-ইয়ামামাহ প্রাসাদে অনুষ্ঠিত হয়েছে কাতার-সৌদি সমন্বয় পরিষদের অষ্টম বৈঠক।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

শীর্ষ সম্মেলন শেষে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে রিয়াদ ও দোহাকে সংযুক্তকারী উচ্চ-গতির বৈদ্যুতিক রেল সংযোগ চুক্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা এই দুই উপসাগরীয় রাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বৈঠকের শুরুতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স কাতারের আমির ও তাঁর প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং কাতার ও সৌদি আরবের সম্পর্ককে ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ বলে অভিহিত করেন।

এর জবাবে মাননীয় আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তিনি জোর দিয়ে বলেন, কাতার এই অঞ্চলে নিরাপত্তা, শান্তি এবং সমৃদ্ধির সমর্থনে সৌদি আরবের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠককালে দুই নেতা রাজনৈতিক, নিরাপত্তা, সামরিক, জ্বালানি, শিল্প, অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি, অবকাঠামো, সংস্কৃতি, পর্যটন এবং শিক্ষাসহ একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে সম্পর্ক আরও সুদৃঢ় করার দিকগুলি নিয়ে আলোচনা করেন।

Loading...

এই শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি হলো রিয়াদ ও দোহার মধ্যে উচ্চ-গতির বৈদ্যুতিক রেল সংযোগ স্থাপন। ছয় বছরের মধ্যে সম্পন্ন হতে যাওয়া এই প্রকল্পটি দুই উপসাগরীয় দেশের মধ্যে এই ধরণের প্রথম আধুনিক অবকাঠামোগত উদ্যোগ।

এই উচ্চ গতির যাত্রীবাহী রেলপথটি রিয়াদের বাদশাহ সালমান আন্তর্জাতিক বিমানবন্দরকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সংযুক্ত করবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

সৌদি শহর আল-হোফুফ এবং দাম্মামও এই নেটওয়ার্কের আওতাভুক্ত হবে। ট্রেনটি ৩০০ কিলোমিটার/ঘন্টা (১৮৬ মাইল) এর চেয়েও দ্রুত গতিতে চলবে, যার ফলে দুই রাজধানীর মধ্যে ভ্রমণে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা।

প্রকল্পটি প্রতি বছর ১ কোটি যাত্রীকে সেবা দেবে এবং দুই দেশে প্রায় ৩০,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।

Loading...

এছাড়া ইনভেস্ট কাতার এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার লক্ষ্য হলো সরাসরি বিনিয়োগে উদ্ভাবনী সমাধান আনা এবং উৎসাহিত করা।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading