বন্যার্তদের সহায়তায় কাতারে বন্ধুসভার চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট

Loading...

বাংলাদেশে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে কাতারে চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বন্ধুসভা কাতার।

১২ ও ১৩ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার দুদিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের ১৬টি টিম।

টুর্নামেন্টে সহযোগিতা করে কাতারে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্সি মুন দোহা ট্রাভেলস এবং বাংলাদেশি রেস্তোঁরা ঘরোয়া রেস্টুরেন্ট

পুরো টুর্নামেন্ট থেকে অর্জিত সব অর্থ বন্যার্তদের পুনর্বাসন তহবিলে দান করবে বন্ধুসভা কাতার।

Loading...

অংশগ্রহণকারী টিমের মধ্যে ছিল সিলেট স্পোর্টস ক্লাব, রাইয়ান বিডি স্পোর্টস, আলতাইস এফসি, এফসি গ্রিনিশ, বিডি এফসি, দক্ষিণভাগ ফ্রেন্ডস ক্লাব, সিলেট ফ্রেন্ডস ক্লাব, মানিকপুর একাদশ, নোয়াখালী একাদশ, মাদারিপুর সিটি এফসি, স্বাধীন বাংলা ক্লাব, বাংলা টাইগার্স, সিলেটি এভেঞ্জারস ক্লাব, কুমিল্লা ফ্রেন্ডস ক্লাব, চট্টগ্রাম ই এফ ডিভিশন, জোন চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাব।

আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপদেষ্টা আবজল আহমদ, সভাপতি বুরহানউদ্দীন, সহসভাপতি নাসিম আলরশিদ, সাধারণ সম্পাদক শাকিল আহমদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মনজুরুল হাসান, বইমেলা সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ জিহাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজিদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ ইবরাহিম, ম্যাগাজিন সম্পাদক জিয়াউল হক, সদস্য সাকিব, মাহবুব, সালমান প্রমুখ।

এছাড়া আয়োজনে বিভিন্ন পর্ব সফল করতে দায়িত্ব পালন করেছেন অর্থ সম্পাদক সত্য রায়, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আলনোমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মতিউর রহমান।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আহসান হাবিব, মাসুদ রানা, শাহিন আহমদ, ওলিউল্লাহ, সাইফুল ইসলাম সানি, ইমরান আহমদ, নাজাত, আতাউর রহমান প্রমুখ।

Loading...

টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় এফসি গ্রিনিশ সিলেট এবং মাদারিপুর এফসি। খেলায় ৩-০ গোলে জয় পায় এফসি গ্রিনিশ সিলেট।

পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

বন্যার্তদের সহায়তায় কাতারে বন্ধুসভার চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট
বন্যার্তদের সহায়তায় কাতারে বন্ধুসভার চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশি রাষ্ট্রদূত এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্ধুসভা কাতারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদেরকে একসাথে এগিয়ে আসতে হবে। প্রবাসে দেশের সম্মান রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।

বিমান বাংলাদেশের কাতার কান্ট্রি ম্যানেজার মো. কামাল উদ্দীন এবং কমিউনিটির অন্যান্য অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন টুর্নামেন্টের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট আদনান আহমদ (এফসি গ্রিনিশ সিলেট), সেরা গোলরক্ষক জর্জ আহমদ (এফসি গ্রিনিশ সিলেট) সেরা গোলদাতা মোহাম্মদ রবিন (মাদারিপুর একাদশ)।

অন্যান্য খবর

Loading...

Loading