ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশীসহ লাখো মুসলিম

Loading...

ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশীসহ লাখো মুসলিম

বর্তমান আইনের আওতায় যুক্তরাজ্যের প্রায় ৯০ লাখ মানুষ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে নাগরিকত্ব হারাতে পারেন।

ভারতীয় বংশোদ্ভূত প্রায় ৯ লাখ ৮৪ হাজার, পাকিস্তানী বংশোদ্ভূত ৬ লাখ ৭৯ হাজার, বাংলাদেশীসহ ঝুঁকিতে থাকা ৩৩ লাখ এশীয় ব্রিটিশ সবচেয়ে বেশি সম্ভাব্য ক্ষতিগ্রস্ত গোষ্ঠীর মধ্যে আছেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ব্রিটেনে বসবাসকারী প্রায় ৯০ লাখ মুসলিম নাগরিক নাগরিকত্ব হারানোর বড় ঝুঁকিতে রয়েছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক থাকা নাগরিকদের ব্যাপারে এমন সতর্কতা দিয়েছে নতুন একটি গবেষণা প্রতিবেদন। খবর মিডল ইস্ট আই।

বৃহস্পতিবার প্রকাশিত রানিমিড ট্রাস্ট ও মানবাধিকার সংস্থা রিপ্রিভের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান আইনের আওতায় যুক্তরাজ্যের প্রায় ৯০ লাখ মানুষ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে নাগরিকত্ব হারাতে পারেন।

এর বড় অংশই মুসলিম। প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছাধীন এই ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে পারিবারিক বা বংশগত সংযোগ থাকা নাগরিকদের ওপর অসম প্রভাব ফেলছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

প্রতিবেদন অনুযায়ী, ভারত, পাকিস্তান ও বাংলাদেশী বংশোদ্ভূতরা ছাড়াও সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক থাকা জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এতে একটি ‘জাতিগতভাবে বৈষম্যমূলক নাগরিকত্ব ব্যবস্থা’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন গবেষকরা।

বিশ্লেষণে দেখা গেছে, এই ক্ষমতাটি জাতিগত ভিত্তিতে বৈষম্য তৈরি করেছে। অ-শ্বেতাঙ্গ নাগরিকদের মধ্যে তিন-পঞ্চমাংশ (৬০ শতাংশ) ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন। অন্যদিকে, শ্বেতাঙ্গ ব্রিটিশদের মধ্যে প্রতি ২০ জনে মাত্র একজন (৫ শতাংশ) একই ঝুঁকির সম্মুখীন।

Loading...

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, অ-শ্বেতাঙ্গ ব্যক্তিরা তাদের শ্বেতাঙ্গ সমকক্ষদের তুলনায় ১২ গুণ বেশি ঝুঁকিতে রয়েছেন।

প্রতিবেদন অনুসারে, ভারতীয় বংশোদ্ভূত প্রায় ৯ লাখ ৮৪ হাজার, পাকিস্তানী বংশোদ্ভূত ৬ লাখ ৭৯ হাজার, বাংলাদেশীসহ ঝুঁকিতে থাকা ৩৩ লাখ এশীয় ব্রিটিশ সবচেয়ে বেশি সম্ভাব্য ক্ষতিগ্রস্ত গোষ্ঠীর মধ্যে আছেন।

Loading...

সংস্থাগুলোর দাবি, সন্ত্রাসবিরোধী আইনের নামে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা গত দুই দশকে ব্যাপকভাবে বেড়েছে এবং এর প্রভাব প্রধানত মুসলিম সম্প্রদায়ের ওপর পড়ছে। তারা নাগরিকত্ব বাতিলের ক্ষমতা স্থগিত ও আইন সংস্কারের আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading