কারও মৃত্যুর সংবাদ শুনলে যে দোয়া পড়বেন
Loading...

কারও মৃত্যুর সংবাদ শুনলে যে দোয়া পড়বেন
মানুষের জন্মের মত্বো মৃত্যু পৃথিবীর এক অবশ্যম্ভাবী বাস্তবতা। জীবনের পথে যত ব্যস্ততা, সাফল্য কিংবা আকাঙ্ক্ষাই থাকুক না কেন, মৃত্যুর মুহূর্তে সবকিছুরই সমাপ্তি ঘটে। ইসলাম এই চিরন্তন সত্যকে গভীরভাবে তুলে ধরে আমাদের স্মরণ করিয়ে দেয়—প্রতিটি প্রাণীকেই একদিন তার প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
মৃত্যু এক অবধারিত সত্য, যা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। যে কোনো সৃষ্ট বস্তু জীবনের স্বাদ গ্রহণ করলে তার জন্য মৃত্যুও অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কোরআন ও হাদিসে এ বিষয়ে বহু আয়াত ও বর্ণনার মাধ্যমে মানুষের অন্তরকে এই বাস্তবতার দিকে সতর্ক করা হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
কেউ যখন মারা যায়, তার মৃত্যুর খবর শুনলে একটি দোয়া পড়তে হয়, দোয়াটি বর্ণিত হয়েছে পবিত্র কোরআনের সুরা বাকারার ১৫৬ নম্বর আয়াতে।
দোয়াটি হলো: ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি; ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা।’
দোয়ার অর্থ: ‘আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব। হে আল্লাহ, আমাকে আমার এই বিপদে বিনিময় দান করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন।’
Loading...






