ইয়েমেনে সৌদির হামলার পর সব সেনা ফিরিয়ে নিচ্ছে আমিরাত

Loading...

ইয়েমেনে সৌদির হামলার পর সব সেনা ফিরিয়ে নিচ্ছে আমিরাত

ইয়েমেনে সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার পর দেশটিতে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থনের অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি, ইয়েমেন থেকে অবশিষ্ট সব সেনা সদস্যকেও প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আমিরাতি কর্তৃপক্ষ।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, তাদের জাতীয় নিরাপত্তা একটি ‘লাল রেখা’, যা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ইয়েমেনের পূর্বাঞ্চলীয় মুকাল্লা বন্দরে দুটি জাহাজকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে জোট বাহিনী।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের জন্য পাঠানো অস্ত্রের চালান লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব।

তবে এএফপি জানিয়েছে, ইয়েমেন সংঘাতে জড়িত থাকার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে আবুধাবি। এ ঘটনায় মিত্র দেশগুলোর মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে আসা দুটি জাহাজ মুকাল্লায় পৌঁছায়। এরপর সেগুলো থেকে খালাস করা অস্ত্র ও সামরিক যান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, জাহাজগুলোর নাবিকরা ট্র্যাকিং ডিভাইস নিষ্ক্রিয় করে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) বাহিনীর জন্য বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধযান খালাস করে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য ক্ষতি এড়াতে রাতের বেলায় হামলা চালানো হয়েছে বলে জানায় সৌদি সামরিক বাহিনী।

Loading...

গার্ডিয়ান জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বা অন্য কোনো বাহিনী এতে যুক্ত ছিল কিনা, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

এএফপিকে পাঠানো এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেন সংঘাত উসকে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র আফরা আল হামেলি বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

Loading...

ইয়েমেনবিষয়ক বিশ্লেষক ও ঝুঁকি পরামর্শক মোহাম্মদ আল-বাশা গার্ডিয়ানকে বলেন, হামলার লক্ষ্যবস্তু ছিলো ‘গ্রিনল্যান্ড’ নামের একটি জাহাজ—যা সেন্ট কিটসের পতাকাবাহী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জাহাজটি পৌঁছানোর পর শহরের ভেতর দিয়ে নতুন সাঁজোয়া যান চলাচলের দৃশ্য দেখা গেছে বলেও জানান তিনি।

গার্ডিয়ান আরও জানিয়েছে, ট্র্যাকিংয়ে দেখা যায় জাহাজটি গত ২২ ডিসেম্বর ফুজাইরাহে ছিল এবং রোববার মুকাল্লায় পৌঁছায়। মুকাল্লা সম্প্রতি এসটিসির নিয়ন্ত্রণে এসেছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading