কাতারের পক্ষে গোয়েন্দাবৃত্তির অভিযোগে আরব আমিরাতে আটক করা হয়েছিল ওমানের নাগরিক আব্দুল্লাহ আশশামসিকে। বিচারে আরব আমিরাতের আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়।
আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। কিন্তু আপিল আদালত আগের রায় বহাল রেখে রায় দিয়েছে গতকাল।
এমন রায়ে চরম নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কাতার।
এক বিবৃতিতে কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, এই রায়ে কোনো ধরণের ন্যায়বিচার রাখা হয়নি। বরং তা মানবাধিকারের লঙ্ঘন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তবতার সঙ্গে আরব আমিরাতের আদালত থেকে দেওয়া রায়ের কোনো সম্পর্ক নেই। ওমানি ওই নাগরিকের বিরুদ্ধে কাতারের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ পুরোপুরি মিথ্যা।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com