করোনাভাইরাসের প্রতিশেধক বা ওষুধ বাজারে আসা মাত্র কাতার তা কিনে নেবে এবং কাতারে করোনায় আক্রান্ত সবার চিকিৎসায় তা বিনামূল্যে দেওয়া হবে।
এমন ঘোষণা দিলেন কাতারে করোনাভাইরাস প্রতিরোধ সম্পর্কিত জাতীয় কমিটির প্রধান ড. আব্দুল্লাহ আলখাল।
এক টেলিভিশন সাক্ষাতকারে গতকাল তিনি আরও বলেন, কাতার এই ওষুধটি পর্যাপ্ত পরিমাণে কিনতে আগ্রহী। তবে শুরুতে হয়তো চাহিদামতো বিশ্ববাজারে তা নাও পাওয়া যেতে পারে। কারণ আরও অনেক দেশে ওষুধটির চাহিদা রয়েছে।
তবে কাতার ইতোমধ্যে ওষুধটি কেনার জন্য কয়েকটি উৎপাদনকারী আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে আলাপ এগিয়ে রেখেছে।
যাতে এই ওষুধ বাজারে আসামাত্র কাতার তা কিনতে সক্ষম হয়।
কাতারে নাগরিক হোন বা বিদেশি কর্মী হোন, এই ওষুধ সবার জন্যই বিনামূল্যে দেওয়া হবে। কারণ ব্যক্তি ও সমাজের জন্য এটি অনেক উপকারী।
কাতারের সব খবর সবার আগে পেতে আজই লাইক দিয়ে যুক্ত থাকুন এই পেজে
এক লিংকে কাতারের সব খবর দেখতে এখানে ক্লিক করুন
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com