কাতারে একটি ওকুদ পেট্রোল স্টেশনে অবস্থিত সিদরা দোকানের দেয়াল ও দরজা ভেঙে গাড়ি ভেতরে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।
এতে সিদরা দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। (ভিডিও নিচে)
গাড়িটি একটি পিকআপ ছিল এবং এতে একটি ভেড়াও ছিল। দোকানের ভেতর ঢুকে পড়ার পর জিনিসপত্র সব এলোমেলো হয়ে যায় এবং তাকগুলো ভেঙে পড়ে।
তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা, তা জানা যায়নি।
কী কারণে গাড়িটির চালক এমন কান্ড ঘটিয়ে দিল, সেটিও এখনো জানা যায়নি।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com