কাতারের বেশ কয়েকটি জায়গায় শুরু হচ্ছে শীতকালীন মৌসুমী বাজার।
এসব বাজারে তরতাজা শাকসবজি ও ফলমূল কেনার সুযোগ পাবেন ক্রেতারা। দামও অন্যান্য জায়গার তুলনায় কম হয়ে থাকে।
কাতারে বিভিন্ন খামারে উৎপাদিত তরতাজা শাক-সবজি ও তরকারি পদের লোভে অনেকে এসব বাজারে ভিড় করেন।
আগামী ২৯ অক্টোবর থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার তাই বালাদিয়া কর্তৃপক্ষ এই বাজারগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে।
এই দিনগুলোতে সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত বসবে এসব বাজার।
আপাতত যেসব জায়গায় এই বাজার চালু হচ্ছে, সেগুলো হলো- আলমাজরুয়া, আলওয়াকরা, আলখোর-যখিরা, শিমাল এবং শাহানিয়া।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com