কাতারের বারওয়া লেবার আবাসিক এলাকায় মিকাইনিসে ভ্রাম্যমাণ বিক্রেতা ও হকারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কাতার বালাদিয়া কর্তৃপক্ষ।
আজ রবিবার সকালে এই অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।
অভিযানে বালাদিয়ার কর্মকর্তাদের সাথে আরও অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয় এবং পুলিশ।
এ সময় যারা অনুমোদন ছাড়া পণ্য বিক্রির কাজে জড়িত, তাদেরকে ধরা হয় এবং এঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
পাশাপাশি সেখানে পাওয়া সব ধরণের বিক্রির পণ্য জব্দ করা হয়।
কাতারের আইন অনুসারে ভ্রাম্যমাণ পণ্য বিক্রি করা বা ফেরি করে কিছু বিক্রি করা দন্ডনীয় অপরাধ।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com