কাতার ও বাংলাদেশের মধ্যে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামী ৪ ডিসেম্বর।
এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রস্তুত হচ্ছে কাতার। আগেই সেজন্য কাতার দলের নাম প্রকাশ করা হয়েছে।
ইতোমধ্যে অনুশীলনে জোর মনোযোগ দিয়েছে কাতারের এই জাতীয় ফুটবল দল। বাংলাদেশকে পরাজিত করতে কোনো চেষ্টা বাদ রাখবে না কাতার।
কাতারের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন আকরাম আফিফ, হাসান আলহাইদুস, বুআলেম খোখি, আব্দুল করিম হাসান, তারেক সালমান, ফাহাদ ইউনুস, মাহমুদ, মিসহাল বারশাম, আব্দুল্লাহ আব্দুস সালাম, ইসমাইল মোহাম্মদ, কারিম, আলমুয়েজ, ইউসুফ, মোহাম্মদ ওয়াদ, আব্দুল আজিজ হাতিম, মুসআব, জাসেম, আহমদ, মোয়ায়েদ, হুমাম, আহমদ, আব্দুর রহমান, মোহাম্মদ আয়াশ।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com