আজ থেকে ডিসেম্বর মাসজুড়ে কাতারে জ্বালানি তেলের দামে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে কাতার পেট্রোলিয়াম কর্তৃপক্ষ এই নতুন মূল্যতালিকার ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তি অনুসারে, কাতারে ডিসেম্বর মাসে পেট্রোল তেলের দামে কোনো পরিবর্তন হবে না।
তবে ডিজেলের দাম বাড়ছে প্রতি লিটারে ৫ দিরহাম করে।
ফলে ডিসেম্বর মাসেও নভেম্বর মাসের দামেই কাতারে সুপার পেট্রোল প্রতি লিটার ১.২৫ এবং প্রিমিয়াম পেট্রোল প্রতি লিটার ১.২০ রিয়ালে বিক্রি হবে।
আর ডিজেল বিক্রি হবে নতুন দামে প্রতি লিটার ১.১৫ রিয়ালে।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com