কাতারে সামুদ্রিক তেলখনির কাছে গেলে ১ লাখ রিয়াল জরিমানার ঘোষণা

Loading...

কাতারে সামুদ্রিক তেলখনির কাছে গেলে ১ লাখ রিয়াল জরিমানার ঘোষণা

কাতারে সাগরতীরে যে কোনো ধরণের তেলকূপের কাছে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

এ বিষয়ে কাতারে ২০০৪ সালে প্রণীত কাতারের আইন নম্বর ৮ এর ৩ নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, “বিনা অনুমোদনে যে কোনো ব্যক্তি সামুদ্রিক স্থাপনার ৫০০ মিটার দূরত্বে থাকতে হবে এবং এসবের কাছাকাছি কেউ যেতে পারবে না।”

Loading...

একই আইনের ৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে, “সামুদ্রিক স্থাপনার ৫০০ মিটার দূরত্বের মধ্যে মাছ ধরা বা মাছ ধরার সরঞ্জাম ফেলা নিষিদ্ধ।”

কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে

কাতারে এ ধরণের আইন লঙ্ঘনকারীদের বড় অঙ্কের জরিমানা এবং কারাদণ্ড ভোগ করতে হবে, যেমন: এসব স্থাপনার ৫০০ মিটার দূরত্বের মধ্যে যে কোনো উদ্দেশ্যে গেলে আইন লঙ্ঘন করার দায়ে এক লাখ রিয়াল জরিমানা এবং ৩ বছরের কারাদণ্ড হতে পারে, অথবা এই দুইটির মধ্যে একটি দন্ড দেওয়া হবে।

Loading...

এ ধরণের স্থাপনাগুলোতে অনিচ্ছাকৃত ভাঙচুরের জন্য দুই লাখ রিয়াল জরিমানা এবং ৩ বছরের কারাদণ্ড হতে পারে।

এছাড়া এমন যে কোনো স্থাপনায় ইচ্ছাকৃত ভাঙচুরের ক্ষেত্রে সর্বাধিক শাস্তি রয়েছে, যা ২০ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ রিয়াল জরিমানা হতে পারে।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর

“অফশোর তেল স্থাপনার কাছে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ আইন লঙ্ঘন করলে অমান্যকারীকে আইনগত জরিমানা করা হবে।

আরও পড়ুন

Loading...

Loading