সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট ভিডিও শেয়ার করার অন্যতম জনপ্রিয় অ্যাপ টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে এ কথা জানিয়েছেন দুবাই শাসক নিজেই।
টুইটে তিনি বলেন, “সাধারণ জনগণ যেখানে, আমরাও সেখানে থাকতে চাই। এ জন্য তিনি টুইটারে একটি অফিশিয়াল অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে তিনি নিজ দেশের বিভিন্ন ইতিবাচক ভিডিও শেয়ার করবেন। নিজেদের কথা বলবেন, তরুণদেরও গল্প শুনবেন।
আরব নিউজ আরো জানায়, নতুন অ্যাকাউন্ট চালু করার সঙ্গে সঙ্গেই টিকটকে একটি অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করেছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট। সেই ভিডিওতে এরই মধ্যে ৯০ হাজারের বেশি লাইক পড়েছে।
টিকটক ছাড়াও শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। সেসব অ্যাকাউন্টে তার অনুসারীও রয়েছে অসংখ্য। টুইটারে তার অনুসারীর সংখ্যা ১ কোটির বেশি, ইনস্টাগ্রামে ৫৪ লাখ।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com