আল খোর ও আল যখিরা (বালাদিয়া) পৌরসভার স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগ সেখানকার ৫৫২টি রেস্টুরেন্ট ও সুপারমার্কেটে অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে ১৯৯০ সালের ৮ নং আইন অনুসারে মোট ১৪টি অপরাধ চিহ্নিত করা হয়েছে।
মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত কিনা তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষার জন্য মোট ১৬টি খাদ্য নমুনা কেন্দ্রীয় পরীক্ষাগারে পাঠানো হয় এই অভিযানে। এছাড়া সাম্প্রতিক হিসাব অনুসারে, আল খোর বিভাগের পশুচিকিৎসক দল কসাইখানাগুলোর মধ্যে ৩ হাজার ১০৪টি পশু জবাইয়ের তদারকি করেছেন।
যেখানে মানুষের ব্যবহারের অযোগ্য হওয়ার কারণে ৩৮২টি পশুর মৃতদেহর আংশিক নষ্ট করা হয়। এছাড়াও, মাছের বাজার এবং আল খোর ফিশিং বন্দরে ৯৮৩ টন মাছের পরীক্ষা করা হয়েছে এবং ১ হাজার ৬০৫ কেজি মাছ ধ্বংস হয়েছে।
কাতারের আরও খবর
আরো পড়ুন
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com