কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি গতকাল রবিবার সকালে দিওয়ানে আমিরিতে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক প্রধান ড. ইসমাইল হানিয়াহর সাথে বৈঠক করেছেন। কাতার সবসময় ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের পাশে আছে, সেটাই আবার প্রমাণিত হলো আমিরের এই বৈঠকের মধ্য দিয়ে।
বৈঠকে ইসমাইল হানিয়া উপসাগরীয় দেশগুলোর পুনর্মিলন এবং জিসিসি সম্মেলনের ৪১তম অধিবেশনের ইতিবাচক ফলাফলের জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে অভিনন্দন জানান।
এছাড়া দু নেতা ফিলিস্তিনের উন্নয়নের ব্যাপারে পর্যালোচনা করেন। হানিয়া ফিলিস্তিনের সর্বশেষ ঘটনাবলী, বিশেষ করে ফিলিস্তিনের জাতীয় ঐক্যকে শক্তিশালী করার জন্য তিনি যে প্রচেষ্টা চালিয়েছেন সে সম্পর্কে আমিরকে অবহিত করেন।
কাতারের আরও খবর
আরো পড়ুন
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com