কাতারে গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৪৩৪ জনের করোনা টেস্ট করা হয়েছে। এই নিয়ে কাতারে মোট ১২ লাখ ৯১ হাজার ৩৩৪ জনের করোনা টেস্ট শেষ হলো।
কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কাতারে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৩ জনের। এদের মধ্যে ১৬৫ জন কাতারে বসবাসরত ছিলেন এবং ৩৮ জন বিদেশ ফেরত।
তবে সুস্থ হয়ে উঠেছেন ১৩২ জন। এ নিয়ে কাতারে মোট সুস্থ হলেন ১ লাখ ৪২ হাজার ৮২৭ জন।
এখন কাতারে করোনায় আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা ২ হাজার ৯৯৫ জন।
করোনায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০৪ জন। আর আইসিইউেিত রয়েছেন ২৬ জন।
এখন পর্যন্ত কাতারে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৬ জন।
কাতারের আরও খবর
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com