কাতারে আসার পর বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে।
নতুন এক ঘোষণায় কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ আগামী ৩১ মে পর্যন্ত কোয়ারেন্টাইন বাধ্যতামূলক রাখার সিদ্ধান্ত জানায়।
ফলে বাংলাদেশসহ অন্য যেসব দেশ কাতারের সবুজ তালিকায় নেই, সেসব দেশ থেকে কেউ কাতারে এলে তাকে এক সপ্তাহের জন্য হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে।
তবে বর্তমানে যারা ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ড এবং ডেনমার্ক থেকে কাতারে প্রবেশ করছে, তাদের কোয়ারেন্টাইন হতে হবে নির্ধারিত চারটি হোটেলে।
এমনকি সীমান্তপথ দিয়ে যদি কেউ সৌদিআরব থেকে কাতারে প্রবেশ করে, তবে তাকেও এক সপ্তাহের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com