কাতার এয়ারওয়েজের যাত্রীরা ২০২১ সালে টিকেট কেনার পর প্রয়োজনের বারবার তারিখ পরিবর্তন করার সুযোগ পাবেন। এমনকি কোনো টিকেট কেনার পর তা ফেরত দিতে চাইলে পুরো অর্থমুল্য ফেরত দেওয়া হবে এবং কোনো ধরণের ফি কেটে নেওয়া হবে না।
৩০ এপ্রিল ২০২১ তারিখের আগে যারা টিকেট কিনবে, তারা আগামী ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত এই সুযোগ পাবে।
আরা যেসব যাত্রী কাতার এয়ারওয়েজের অনলাইনে ট্রাভেল ভাউচার দিয়ে টিকেট কিনবে, তারা পাবে শতকরা ১০ ভাগ বাড়তি মূল্য। এর ফলে গ্রাহকরা খুব সহজে অনলাইনে ট্রাভেল ভাউচার দিয়ে পরবর্তী ভ্রমণের টিকেট কিনতে পারছেন।
আগের যে কোনো সময়ের চেয়ে কাতার এয়ারওয়েজের যাত্রীরা যেন নিশ্চিন্তে এবং নিরাপত্তার সাথে ভ্রমণ করতে পারেন, সেটি নিশ্চিত করাই কাতার এয়ারওয়েজের লক্ষ্য।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com