কাতার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে মিসরীয় বিমান
সৌদি জোটের অবরোধ উঠে যাবার পর গত মঙ্গলবার কাতারের জন্য আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে মিসর। সম্প্রতি কাতার রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়ে মিসরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্ট এয়ার।
আগামি সোমবার থেকে মিসর থেকে দোহায় ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন ইজিপ্ট এয়ারের চেয়ারম্যান। অন্যদিকে কাতার এয়ারওয়েজ ফ্লাইট চালুর জন্য প্রস্তুত। তাদের আবেদন অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানানো হয়েছে।
পর্যায়ক্রমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক আমদানি রফতানিও শুরু হবে। এ নিয়ে আলোচনা চলছে দুই দেশের কর্তৃপক্ষের মাঝে। সবকিছু ঠিক থাকলে আগামি শুক্রবার থেকে কাতার এয়ারোয়েজ মিসরে তাদের ফ্লাইট চালু করতে পারবে।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com