মায়ানমার থেকে আসা বাস্তুহারা রোহিঙ্গাদের জন্য বাসস্থান নির্মাণ করেছে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে যৌথ উদ্যোগে এই সেবামূলক কার্যক্রম সম্পাদন করেছে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি।
এই সেবামূলক কার্যক্রমের আওতায় ১০০ টি শেল্টার বা বাসস্থান নির্মাণ করা হয়েছে। হাত ধোয়ার জন্য স্যানিটাইজার ও কন্টেইনার দেয়া হয়েছে এক হাজার শরণার্থীকে। এছাড়া একটি পানির পাম্প ও দুইটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়েছে।
কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান ফয়সাল মোহাম্মদ আল এমাদি জানিয়েছেন, এই পর্যন্ত আড়াই মিলিয়ন ডলারের সহায়তা দেয়া হয়েছে। সেবা পৌঁছে দেয়া হয়েছে প্রায় সাত লাখ ২৮ হাজার মানুষের কাছে।
কাতারে আরও বাড়লো হোটেল কোয়ারেন্টাইনের মেয়াদ
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com