কাতরে চলছে শীত মৌসুম। ভোরে ও সকালে প্রায় প্রতিদিনই শীতের আমেজে সময় কাটে কাতারবাসীর।
তবে আজ ঠান্ডার পরিমাণ অনুভূত হয়েছে অন্যান্য দিনের চেয়ে খানিক বেশি।
কাতার আবহওয়া অফিস জানিয়েছে, আবু সামরা এলাকায় আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়ার তাপমাত্রা ছিল মাত্র ৪.১ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী দোহায় সকালে তাপমাত্রা ছিল মাত্র ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com