কাতার থেকে প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে থাকেন বাংলাদেশে। তবে টাকা পাঠানোর আগে যদি জানা থাকে কাতারের কোন এক্সচেঞ্জে ভালো রেট পাওয়া যাচ্ছে, তবে এতে অনেকে উপকৃত হয়ে থাকেন।
আর সেজন্য জেনে নিতে পারেন আজকের সর্বশেষ রিয়াল রেট
সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় রিয়ালের প্রকৃত রেট জেনে টাকা পাঠান। আর টাকা পাঠানোর আগে অবশ্যই সব তথ্য যাচাই করে নেবেন যাতে কোনো ভুল না হয়।
দেশের স্বার্থে সব ধরণের হুন্ডি ও অবৈধ ভাবে টাকা পাঠানো থেকে বিরত থাকুন।
সবসময় মনে রাখা ভালো, দিনের যে কোনো সময় এক্সচেঞ্জে রিয়ালের রেট উঠা-নামা করতে পারে। বিশেষত গত কয়েকদিন ধরে মানিগ্রামের মাধ্যমে পাঠানো রিয়ালের রেট ভালো হচ্ছে।
এক্সচেঞ্জের নাম |
কাতারি রিয়ালের রেট |
|
১ |
মানিগ্রাম (উরিদু মোবাইল মানি অ্যাপ) |
২৩ টাকা ১৪ পয়সা |
২ |
ওয়েস্টার্ন ইউনিয়ন |
২২ টাকা ৭২ পয়সা |
৩ |
ট্রাস্ট এক্সচেঞ্জ |
২৩ টাকা ১৩ পয়সা |
৪ |
গালফ এক্সচেঞ্জ |
২৩ টাকা ০০ পয়সা |
৫ |
আল জামান এক্সচেঞ্জ |
২৩ টাকা ২৫ পয়সা |
৬ |
লুলু এক্সচেঞ্জ |
২৩ টাকা ১৩ পয়সা |
৭ |
আল দার এক্সচেঞ্জ |
২৩ টাকা ২৪ পয়সা |
৮ |
আল ফারদান এক্সচেঞ্জ |
২২ টাকা ৯১ পয়সা |
৯ |
আল জাজিরা এক্সচেঞ্জ |
২৩ টাকা ২৩ পয়সা |
১০ |
সিটি এক্সচেঞ্জ |
২৩ টাকা ২১ পয়সা |
১১ |
আল মিরকাব এক্সচেঞ্জ |
২৩ টাকা ২১ পয়সা |
কাতারে আপনি চাইলে ঘরে বসে ভালো রেটে দেশে টাকা পাঠাতে পারবেন মোবাইলে উরিদু মানি অ্যাপ ব্যবহার করে। উরিদু মোবাইল অ্যাপে টাকা পাঠালে মানিগ্রাম অপশন ব্যবহার করে আপনি নামে বা ব্যাংকে একই রেটে টাকা পাঠাতে পারবেন।
এছাড়া এই অ্যাপের মাধ্যমে গালফ এক্সচেঞ্জ অপশন ব্যবহার করে আপনি বাংলাদেশে বিকাশেও টাকা পাঠাতে পারবেন।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com