কাতারের রাজধানী দোহায় সুক ওয়াকিফে দর্শনার্থীদের জন্য চলছে ফুলের উৎসব।
উৎসবটিতে স্থানীয় অনেক নার্সারির ফুল প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
ফুলের বাগান করতে আগ্রহীদের জন্য বিভিন্নরকম ও বিভিন্ন জাতের ফুলের চারা কেনার সুযোগ রয়েছে।
পৌরসভা ও পরিবেশ মন্ত্রণালয় এবং সুক ওয়াকিফ প্রশাসনিক বিভাগের প্রতিনিধিত্বে এই ফুলের উৎসবটি আয়োজন করা হয়েছে।
ফুলের এই উৎসব ২৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত চলমান এই উৎসবে আপনি ঘুরে আসতে পারেন যে কোনো এক সময়।
কাতারের আরও খবর
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com