অবশেষে আরব আমিরাতে চলু হলো কাতার এয়ারওয়েজ। গতকাল ২৭ জানুয়ারি থেকে দোহা দুবাই রুটে নিয়মিত ফ্লাইটের ঘোষণা দেয় সংস্থাটি।
আপাতত এই রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। পাশাপাশি আজ ২৮ জানুয়ারি থেকে আবুধাবি রুটে একটি নিয়মিত ফ্লাইট চলাচল করবে।
এক বিজ্ঞপ্তিতে কাতার এয়ারওয়েজ জানায়, আরব আমিরাতের যাত্রীরা এখন কাতার এয়ারওয়েজের মাধ্যমে সপ্তাহে ৮০০ টির বেশি ফ্লাইটের মধ্য থেকে বেছে নিজেদের পছন্দে বিশ্বের ১২০টিরও বেশি গন্তব্যে যাতায়াত করতে পারবে।
কাতারের আরও খবর
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com