করোনাভাইরাস রোধে সতর্কতার অংশ হিসেবে আগামী মার্চ থেকে ডিজিটাল পাসপোর্ট পদ্ধতি চালু করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ।
এর মাধ্যমে মোবাইলের একটি এপ্লিকেশনের মাধ্যমে এয়ারপোর্টের সব কাজ করা যাবে। এতে করে মানুষের সংস্পর্কে আসার প্রয়োজন হবে না এবং যাত্রীরা ঝুঁকিমুক্ত থাকবেন।
আগামী মার্চ থেকে এর ট্রায়াল শুরু করবে কাতার এয়ারওয়েজ।
উল্লেখ্য, এশিয়া এবং মধ্যপ্রাচ্যে কাতারই সবার আগে এই পদ্ধতি চালু করতে যাচ্ছে।
আন্তর্জাতিক বিমান ভ্রমণ সংস্থা আইএটিএর সাথে যৌথ উদ্যোগে এটি চালু করা হবে।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com