কাতারের দোহায় সম্প্রতি বিশাল এক শো-রুম চালু করেছে আলিফ বুকস্টোর।
দোহায় অবস্থিত প্রায় ৪ হাজার স্কয়ারফিটের এই শোরুম ইতোমধ্যে খুলে দেয়া হয়েছে ক্রেতাদের জন্য।
দেশ-বিদেশের নানা বিষয়ের বইয়ের পাশাপাশি এখানে পাওয়া যাবে ইলেক্ট্রনিক্স ও লাইফস্টাইল পণ্য।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com