ইরাকের রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত সালাউদ্দিন প্রদেশের আল-বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছে বলে জানা গেছে।
ইরাকের স্থানীয় ‘সাবেরিন’ নিউজ চ্যানেলের বরাতে দিয়ে সংবাদ সংস্থা আনদুলো জানায়, শনিবার রাতে ঐ ঘাঁটিতে তিনটি রকেট আঘাত হানে। তবে কেউ হতাহত হয়নি।
ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি চলতি সপ্তাহেই ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনও প্রয়োজন নেই। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com