সম্প্রতি কুয়েতে অনুষ্ঠিত একটি বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিয়েছে কাতার ও আরব আমিরাতের প্রতিনিধিরা।
গত জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত গালফ সম্মেলনে গালফের ছয়টি দেশের উন্নয়ন পরিকল্পনা "আল উলা" ঘোষণা দেয়া হয়েছিল।
সেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, অবরোধ তুলে নেয়ার পর এটি কাতার ও আমিরাতের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।
"আল উলা" উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে জিসিসি রাষ্ট্রগুলোর উন্নয়ন, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বৃদ্ধি করা হবে।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com