কাতারে আল মিয়ারাদ -৩ এর কাছে নতুন আরেকটি পেট্রোল পাম্প নির্মাণ করেছে কাতারের বহুল প্রচলিত ওয়াকুদ কোম্পানি।
এই নতুন স্টেশনটি নিয়ে কাতারে ওয়াকুদের সংখ্যা দাঁড়াল ১০৯ টি।
প্রায় ১৫ হাজার ৪০০ বর্গমিটার এরিয়া জুড়ে নির্মিত এই পেট্রোল পাম্পে থাকছে ওয়ার্কশপ সহ গাড়ির প্রয়োজনীয় সকল সরঞ্জাম বিক্রির ব্যবস্থা।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com