বিদেশে যেতে আর প্রবাসী মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না
Loading...
প্রবাসীদের যে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল
প্রবাসগামী কর্মীদের বিদেশে যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন আর নিতে হবে না। এখন থেকে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অনুমোদন নিয়েই দ্রুত বিদেশে যেতে পারবেন কর্মীরা।
গতকাল মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করছেন। রেমিট্যান্সযোদ্ধাদের সাথে অত্যন্ত দুব্যহার করা হয়।
Loading...
আমরা তাদের সম্মান দিতে চাই। বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন প্রবাসীরা। একমাসের মধ্যেই প্রবাসী কর্মীরা এ সেবা পাবেন। এ জন্য প্রয়োজনে আউট সোর্সিং কর্মী নিয়োগ করা হবে।
প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর সময় অনেক ভোগান্তি হয়, অনেক সময় লাগে। তদন্ত করে দেখেছি প্রবাসীরা বিদেশ যেতে চাইলে তিন স্তরে অনুমোদন লাগে। একটা কনসার্ন দূতাবাসের, তারপর মন্ত্রণালয়ের এবং শেষে বিএমইটির।
কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
বিদেশে কর্মী নিয়োগে এখন থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আর কোনো অনুমতি লাগবে না। এতে প্রবাসীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভোগান্তি অনেক কমবে। এতে বিদেশযাত্রার প্রক্রিয়ায় ১৫ থেকে ৩০ দিন সময় কমে যাবে।
Loading...
সংবাদ সম্মেলনে প্রবাসী মন্ত্রণালয়ের সচিব মো.রুহুল আমিন, বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বোয়েসেলের এমডিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রবাসী কর্মীরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সরাসরি রেমিট্যান্স দেশে পাঠাতে পারবেন।
আরো ১২টি বাণিজ্যিক ব্যাংককেও প্রবাসীদের ঋণ দেয়ার অনুরোধ করা হয়েছে। ওয়েজ আর্নার্স বন্ড এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা এক কোটির বেশি টাকা দেশে পাঠাতে পারবেন।
প্রবাসী উপদেষ্টা বলেন, বিদেশে বাংলাদেশি লেবার উইংগুলো সঠিকভাবে কাজ করে না। প্রবাসীরা যাতে দ্রুত ও সহজে সেবা পেতে পারেন তার জন্য ফরম পাঠানো হবে দূতাবাসে। প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য নিয়মিত মনিটর করা হবে।
Loading...
বিদেশে লেবার উইংগুলোতে সেবা প্রদানে গাফলতি করা হলে প্রয়োজনে পরিবর্তন করা হবে। বিদেশগামী কর্মীরা যাতে হয়রানির শিকার না হন তার জন্য সাব-এজেন্টদের রেজিষ্ট্রেশন করে দেয়া হবে।
সাব-এজেন্টদের জবাবদিহিতার মধ্যে আনতে পারলেই বিদেশগামী কর্মীদের ভোগান্তি ও হয়রানি হ্রাস পাবে। এতে অভিবাসন ব্যয়ও কমবে। রিক্রুটিং এজেন্সিগুলোকেও এ বি সি ক্যাটাগরি করে দেয়া হবে।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর
প্রবাসী উপদেষ্টা বলেন, আগামী দু’মাসের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণে বড় ধরনের সুখবর দেয়া হবে। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরুদ্ধারে প্রধান উপদেষ্টার সহযোগিতা নেয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।
Loading...
প্রবাসী উপদেষ্টা বলেন, সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭জন বাংলাদেশি প্রধান উপদেষ্টা ড. ইউনুসের হস্তক্ষেপে ছাড়া পেয়ে দেশে ফিরেছেন। ৫৭ জনসহ সর্বমোট ৮৭জন ক্ষতিগ্রস্ত প্রবাসীকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
ইউরোপসহ বিভিন্ন দেশে নতুন নতুন শ্রমবাজার উন্মুক্ত করা হবে বলেও প্রবাসী উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমি প্রবাসীর আর দরকার নেই। আমি প্রবাসীর সেবা প্রবাসী মন্ত্রণালয়ের অধীনের সংশ্লিষ্ট বিভাগই দিতে পারবে।
Loading...
মধ্যপ্রাচ্যে কর্মরত অধিকার বঞ্চিত নারী কর্মীদের যথাযথ আইনী সহায়তা দেয়া হবে। আগামী এক মাসের মধ্যে বিএমইটির টিটিসিগুলোতে বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের মান বাড়বে বলেও প্রবাসী উপদেষ্টা প্রতিশ্রুতি দেন।
Loading...