কাতারে বিদেশি কর্মীকে মারধর: ৬ কাতারি কিশোর আটক

কাতারে একজন ফিলিপিনো কর্মীকে মারধর করছেন কয়েকজন কাতারি কিশোর, এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই সক্রিয় হয় পুলিশ। শুরু হয় ভিডিওতে জড়িত থাকা কিশোরদের গ্রেফতারে অভিযান। অল্প সময়ের মধ্যেই ধরা পড়েন ওই কিশোররা।

কাতার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, যারা ওই বিদেশি কর্মীকে মারধর করার ঘটনায় জড়িত ছিলেন, তাদেরকে আটক করা হয়েছে। এখন বিচারের মুখোমুখি হবেন তারা।

আটককৃতরা সবাই কাতারি কিশোর। তবে এতেও ছাড় দেয়নি পুলিশ।

কাতারের সব খবর আপনার মোবাইলে পেতে এখানে ক্লিক করুন

যাকে মারধর করা হচ্ছিল ওই ভিডিওতে, তিনি এশিয়ান একটি দেশের নাগরিক। তবে কোন দেশের, তা সঠিকভাবে জানায়নি পুলিশ। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি ফিলিপিনো ছিলেন।

এছাড়া আটককৃতদের বিস্তারিত নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। কাতারে সাধারণত অপরাধীদের নাম ও পরিচয় প্রকাশ করা হয় না। বরং অস্পষ্ট ছবি প্রকাশ করা হয়ে থাকে।

Loading...
,