কাতারে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

কাতারে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

২৩শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে রাত অবধি উল্লাসে মেতে ওঠেন তারা। দেশটির অন্যতম শহর দোহার এস্পায়ার জোনে এ আয়োজন করা হয়।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

উৎসবে প্রাক্তনদের সাথে যোগ দিয়েছে তাদের পরিবার পরিজন ও কাতারস্থ কমিউনিটি ও সমিতির নেতৃবৃন্দ। দেশের বাইরে একই ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীদের সাথে একত্রিত হতে পেরে উচ্ছ্বসিত অনেকে। 

এ বনভোজন ও মিলনমেলাকে ঘিরে সাংস্কৃতিক পরিবেশনা, পারিবারিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সুইডিশের প্রত্যেক ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত বনভোজন ও মিলনমেলায় উপস্থিত ছিলেন, জাহেদ, বখতিয়ার, শাহাজান, নাজিম, তৌহিদ, রায়হান, সুরেশ, আশরাফ, শাহ্ আলম সহ আরো অনেকে।

কাতারের সব আপডেট পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে

কাতারে অবস্থানরত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের এমন আয়জনে সত্যিকার অর্থে এটি একটি অন্তর্ভুক্তিমূলক এবং হৃদয়গ্রাহী বিষয় ফুটে তুলেছে ।

এটি এমন একটি আয়োজন ছিল যার লক্ষ ছিলো পুনঃসংযোগের, স্মৃতি স্মরণ করিয়ে দেওয়ার এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করার। এই বনভোজন ও মিলনমেলা নিঃসন্দেহে কাতারে প্রাক্তন শিক্ষার্থীদের স্থায়ী চেতনার প্রমাণ হিসাবে বছর পর বছর বয়ে নিবে।

Loading...
,