প্রবাসীদের স্বজনদের ‘হেদায়েত’ চান চট্টগ্রাম পুলিশের ডিআইজি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা, সহায়তা তথা সেবা দিতে ‘প্রবাসী সহায়তা ডেস্ক’ খুলেছে জেলা পুলিশ।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে এই ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনা।

এসময় ডিআইজি বলেন, ‘প্রবাসী সহায়তা ডেস্ক প্রবাসীদের সঙ্গে পুলিশের সেতুবন্ধ রচনা করবে।’ প্রবাসীরা তাঁদের পরিবারের সদস্য এবং আত্মীয়–স্বজনকে হেদায়েত করার দরকার আছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রবাসীদের উদ্দেশ্যে নুরে আলম মিনা বলেন, ‘আপনারা টাকা পাঠান। উনারা (স্বজনরা) এখানে মোটরসাইকেল কেনেন। কিনে ওইটার কোনো কাগজপত্র করে না, কিছু করে না। হেলমেট কিনে না। প্রচুর এক্সিডেন্টে (সড়ক দুর্ঘটনায়) নিহত হয়। পঙ্গু হয়ে যায়। আরেকটা লায়াবেটিস (দায়িত্ব) পরিবারের ওপর যোগ হয়।’

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

প্রবাসীদের সঞ্চয়ের পরামর্শ দিতে গিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আপনারা যেভাবে পরিশ্রম করে আয় করেন– এই টাকাটা সুরক্ষিত রাখবেন। বুঝে ব্যয় করবেন।’

‘আপনার পরিবার-পরিজন, অন্যজনকে দেবেন না। তাঁরা যেন অপচয় না করে। যতোটুকু প্রয়োজন ততোটুকু করবেন। বাকিটা ব্যাংক একাউন্ট খুলে যাবেন, নিরাপদে রাখবেন।’

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা বলেন, ‘আমরা বহু পরিবারকে দেখেছি যে, [প্রবাসী] তাঁর শ্বশুরবাড়িতে টাকা রাখে। ওইটা ওরা (শ্বশুরবাড়ির লোকজন) আত্মসাত করে। ভাইবোনেরা আত্মসাত করে। আসলে আপনারা বেশি নিষ্পেষিত হন নিজের আত্মীয়দের কাছে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কর্মকর্তারা জানায়, প্রবাসী সহায়তা ডেস্কে প্রবাসীরা ও তাঁদের স্বজনরা সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি ছাড়া প্রতিদিন অফিস চলাকালীন স্বশরীরে এসে অভিযোগ জানাতে পারবে।

পাশাপাশি হটলাইন নম্বরে ফোনকল, হোয়াটসঅ্যাপ, ইমো ও টেলিগ্রামের মাধ্যমে কাঙ্খিত সেবা নিতে পারবে। হটলাইনে প্রতিদিন দিবারাত্রি ২৪ ঘণ্টাই সহায়তা ডেস্কের সেবা নিতে পারবেন প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা।

অভিযোগ জানানো বা সেবা পাওয়ার জন্য যোগাযোগ করতে হবে এই হটলাইন নম্বরে (ফোনকল, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম) +৮৮ ০১৩২০১১৪৯৪৩ ও +৮৮ ০১৩২০১১৪৯৪৪। সেবা নিতে ব্যবহার করা যাবে ই-মেইল: phelpdeskbb@gmail.com ও spbrahmmanbaria@police.gov.bd

এছাড়া ফেসবুক (facebook.com/District.Police.Brahmanbaria/) মেসেঞ্জারেও সমস্যার কথা জানানো যাবে।

এর আগে জেলা পুলিশ লাইনের ড্রিলশেডে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা। এতে তিনজন প্রবাসী সিআইপিকে সম্মাননা জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রবাসী সিআইপি মো. তৌফিকুজ্জামান, আহমেদ মোত্তাকি ও মো. কাশেম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, নবীনগর থানার ওসি মাহবুব আলম।

আরো পড়ুন-

iTV

Loading...
,