ভারতে বিদেশী পর্যটকের তালিকায় দ্বিতীয় বাংলাদেশ

ভারতে ২০২২ সালে বিদেশী পর্যটকের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে বাংলাদেশের নাম। পর্যটকের দিক থেকে তৃতীয় অবস্থানে যুক্তরাজ্য। দেশটির পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

কাতারে বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর দেখতে এখানে ক্লিক করুন

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বিদেশী পর্যটক আগমনের দিক থেকে ২০২২ সালে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও যুক্তরাজ্য।

ভারত ৬১ লাখ ৯০ হাজার পর্যটক পেয়েছে ২০২২ সালে। ২০২১ সালে দেশটিতে পর্যটক গিয়েছিল ১৫ লাখ ২০ হাজার। মহামারীর আগে ২০১৯ সালে দেশটিতে ১ কোটি ৯ লাখ ৩০ হাজার পর্যটক গিয়েছিল।

কাতারে কোথায় কী অফার চলছে- দেখতে ক্লিক করুন এখানে

মহামারীর অভিঘাত শেষে ২০২২ সালকে পর্যটন খাতের পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ বছর হিসেবে দেখছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ২০২২ সালে ১ লাখ ৩৪ হাজার ৫৪৩ কোটি রুপি বৈদেশিক মুদ্রা আয় করেছে। ২০২১ সালে দেশটি এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আয় করে ৬৫ হাজার ৭০ কোটি রুপি।

বৈশ্বিক পর্যটনে ভারতের হিস্যা ২ দশমিক শূন্য ৮ শতাংশ। পর্যটন গন্তব্য হিসেবে ভারতের অবস্থান ১৪তম। ভারতে যাওয়া পর্যটকদের সবচেয়ে বেশি মানুষ অবতরণ করেছে দিল্লি বিমানবন্দর থেকে।

ভারতের অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ২০২২ সালে ১৭৩ কোটি ১০ লাখে দাঁড়িয়েছে। ২০২১ সালে সংখ্যাটি ছিল ৬৭ কোটি ৭০ লাখ।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...
,