সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইতালিতে এসএসসিতে ভর্তির সুযোগ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালের ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ–২) এসএসসি প্রোগ্রামে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে (২০২৪ ব্যাচ) শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করেছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইতালিতে কর্মরত/বসবাসরত বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে আগ্রহীরা সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।

ভর্তিপ্রক্রিয়ার তথ্য

  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
  • অনলাইনে আবেদন ও নির্ধারিত ফি জমাদানের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে ।
  • অনলাইনে আবেদনের ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে।
  • ভর্তির শাখা: মানবিক ও ব্যবসায় শিক্ষা।

ভর্তির জন্য জেনে রাখুন

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

  • জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বাংলাদেশের নাগরিক হিসেবে সৌদি আরব/কাতার/কুয়েত/সংযুক্ত আরব আমিরাত/ইতালির অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে।

রেজিস্ট্রেশনের মেয়াদ

এই প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৫ বছর। অর্থাৎ দুই বছরের আগে কোনো শিক্ষার্থী এটি সম্পন্ন করতে পারবেন না। পাঁচটি চূড়ান্ত পরীক্ষার পর কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

প্রয়োজনীয় কাগজপত্র

এক কপি ছবি, জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাসের সনদ ও নম্বরপত্রের অনুলিপি, পাসপোর্টের অনুলিপি ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (যদি থাকে)।

ই–বুক ডাউনলোড করার ওয়েবসাইট: ebookbou.edu.bd/ssc.php

যোগাযোগ

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

  • ১. বাংলাদেশ দূতাবাস: সৌদি আরব/কাতার/কুয়েত/ইতালি/সংযুক্ত আরব আমিরাত
  • ২. ডিন, ওপেন স্কুল, বাউবি: dean.os@bou.ac.bd
  • ৩. ইন্টারন্যাশন্যাল একাডেমিক প্রোগ্রাম উইং, বাউবি: iapw@bou.ac.bd

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: bou.ac.bd

আরো পড়ুন-

Prothom Alo

Loading...
,