২৬ দিনে সাড়ে ১৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স

দীর্ঘ দুই বছর ধরে দেশে ডলার সংকট চলছে। এমন পরিস্থিতির মধ্যে নতুন বছরের প্রথম মাসে সুখবর দিয়েছে প্রবাসী আয়। চলতি জানুয়ারি মাসের প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৭৯ লাখ ডলার। আর বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১১০ টাকা ধরে ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৯ হাজার ৪৪০ কোটি ৭৪ লাখ টাকা।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

জানুয়ারি মাসের প্রথম ২৬ দিনে প্রবাসী আয় এসেছে ১৭৬ কোটি ৭৩ লাখ ডলার। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ২১০ কোটি ৬৮ লাখ ডলারে। প্রবাসী আয় পরিস্থিতি আগের মাসের তুলনায় বাড়বে। আগের মাসে প্রবাসী আয় এসেছিল ১৯৮ কোটি ৯৮ লাখ ডলার।

আলোচিত সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এ ব্যাংকগুলোর মাধ্যমে জানুয়ারি প্রথম ১৬ দিনে ১৫৭ কোটি ৯৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার ৩৭৩ কোটি ৫১ লাখ টাকা।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৩৭ লাখ ডলার, দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫২ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে।

খাত সংশ্লিষ্টদের মতে, ২০২০ সালে হুন্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স এসেছিল। বিদায়ি ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছেন ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। এটি এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে করোনাকালীন ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২ হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

এদিকে ডলার বাজারের অস্থিরতা ও বৈদেশিক এ মুদ্রার অভাবে এলসি খুলতে পারছে না অনেক ব্যাংক।

আমদানিতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। পুরোনো আমদানির দায় মেটাতেও নাভিশ্বাস ব্যাংকগুলোর।

সংকট নিরসনে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। পরিস্থিতি সামাল দিতে জরুরি পণ্য আমদানিতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। এতে রিজার্ভের পরিমাণও কমছে।

তবে এসব অভাব-অনটনের মধ্যেও নগদ ডলারের বেচা-বিক্রি চলছে খোলাবাজারে। মানুষের হাতে থাকা নগদ ডলার ফেরাতে নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অভিনব কৌশলী। টাকার বিপরীতে কমানো হয়েছে ডলারের দর। তবুও কোনো উদ্যোগই কাজে আসছে না।

সংকটের মধ্যে আমদানি চাহিদা মেটাতে ধারাবাহিকভাবে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২ হাজার ২ কোটি ডলারে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

চলতি অর্থবছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রিজার্ভ থেকে ৭৬০ কোটি ডলার বিক্রি করা হয়। এর আগের অর্থবছরের পুরো সময় ১ হাজার ৩৫৮ কোটি ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। ২০২১-২২ অর্থবছরে বিক্রির পরিমাণ ছিল ৭৬২ কোটি ডলার।

আরো পড়ুন-

সময়ের আলো

Loading...
,